শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

নীলফামারী জেলার কনটেন্ট ক্রিয়েটর রিফাত ভাই

 রংপুর বিভাগের একটি জেলা হলো নীলফামারী জেলা। নীলফামারী জেলার আঞ্চলিক ভাষা নিয়ে অনেক জনই কাজ করি তাদের মধ্যে অন্যতম একজন হলো Rifat ভাই। রিফাত ভাই নীলফামারী জেলার মধ্যে উদায়ীমন একজন ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর। রিফাত ভাই পেজের এডমিন হলো রিফাত হোসাইন, রিফাত ভাই পেজে যারা কাজ করে তাদের পরিচয় >





১. রিফাত হোসেন - পেজের মালিক হলো রিফাত হোসাইন 

রিফাত নাটকের স্কিপর্ট থেকে শুরু করে ডিরেক্টিং, অভিনয় করে থাকে

২. নুরহুদা ইসলাম - নুরহুদা সাধারণত বেশিরভাগ সময় রিফাতের সাথে ভাতিজার অভিনয় করে থাকে, রিফাত ও নুরহুদা চাচা-ভাতিজার পার্ট করে থাকে। 

৩. রাকিব ইসলাম - রাকিব ইসলামের নিদিষ্ট কোন ক্যারেক্টার নাই যখন যে ক্যারেক্টারে প্রয়োজন হয় তখন সেখানে খুবই ভালভাবে অভিনয় করে যান রাকিব। রাকিবের পেজের শুরু থেকে কাজ করে যাচ্ছেন৷ 

৪. জাকারিয়া ইসলাম - জাকারিয়ার ও নিদিষ্ট কোন ক্যারেক্টার নাই যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে অভিয়ন করে জাকারিয়া। পাশাপাশি জাকারিয়া ভাল অভিনয়ের করে এবং জাকারিয়া শুরু থেকে রিফাত ভাই পেজে কাজ করে যাচ্ছে। 

৫. মুনায়েম মুন - মুনায়েম মুন রিফাত ভাই পেজের শুরুর আগ থেকে নাটকে কাজ করেছেন, মুন সাধারন রিফাত ভাই পেজে বর্তমানে ইডিটিং,ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন। পাশাপাশি বেশ কয়েকটা নাটকে অভিনয়েও করেছেন সে। 

৬. নাসির হোসাইন - নাসির হোসাইন রিফাত ভাই পেজে ক্যামেরা ম্যানের দায়িত্বে মাঝে মাঝে থাকেন তবে তাকে কখনো অভিনয়ে দেখা যায় নি। আশা করি তাকে সামনে নাটকেও দেখতে পাব আমরা। 

এরা হলো রিফাত ভাই নামে পেজের প্রধান কয়েকজন এছাড়াও নতুন নতুন অনেকেই দেখা যায় তাদের নাটকে




0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন